বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের আহ্বান প্রধান উপদেষ্টার


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫


বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্যের আহ্বান প্রধান উপদেষ্টার
ছবি: সংগৃহীত।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিকভাবে সহায়তা করতে ইচ্ছুকদের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানানো হয়েছে।


মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়।


তাতে লেখা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অনেক মানুষ আহত ও নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় যারা অর্থ সাহায্য করতে চান, তারা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।


পোস্টে অর্থ সহায়তা পাঠানোর জন্য ব্যাংক হিসাব নম্বর ও প্রয়োজনীয় তথ্যও উল্লেখ করা হয়েছে।


আগ্রহীরা এই ঠিকানায় সহায়তা পাঠাতে পারবেন  হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল; হিসাব নম্বর: ০১০৭৩৩০০৪০৯৩; সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা।



এসডি/