সচিবালয়ে ঢুকে পুলিশকে পেটালেন শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:০৪ পিএম, ২২শে জুলাই ২০২৫


সচিবালয়ে ঢুকে পুলিশকে পেটালেন শিক্ষার্থীরা, ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি।

রাজধানীর সচিবালয়ে চলমান শিক্ষার্থী আন্দোলন আজ (২২ জুলাই) বিকেলে উত্তপ্ত রূপ নেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ১ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।


মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মিছিলসহকারে সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন তারা।


এর আগে, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা হঠাৎ গেটের ভেতরে ঢুকে পড়েন। এরপর তারা সচিবালয়ে বেশ কিছু সরকারি গাড়ির ভাঙচুর করেন। পরে পুলিশের লাঠি চার্যে ছত্রভঙ্গ হয়ে যান তারা।


এ সময়ের ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ভবন-০৫ এর সামনে পুলিশ সদস্যকে একদল শিক্ষার্থী পেটাচ্ছেন। পরে পুলিশ সদস্যরা ছাত্রদের ওপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


ভিডিওটি নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার সভাপতি আব্দুল কাদের লেখেন, এরা কারা, কি চায়? আর আজকে সকাল থেকে কিছু মানুষ এইভাবে অনলাইনে উষ্কানি দিতেছেন কেন? আপনারাও বা কি চান?


এসডি/