মাইলস্টোন ট্র্যাজেডি: ডিএনএ টেস্টে ৫ মরদেহের পরিচয় শনাক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া পাঁচ ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত করা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বৃহস্পতিবার (২৪ জুলাই) ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, গত দুই দিনে বিমান দুর্ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া পাঁচটি মরদেহ ও দেহাবশেষ থেকে ১১টি নমুনা সংগ্রহ করে সিআইডির ফরেনসিক বিভাগ। সেগুলোর ডিএনএ পরীক্ষা শেষে পাঁচজনের পরিচয় শনাক্ত সম্ভব হয়েছে।
"নমুনাগুলো বিশ্লেষণের পর কিছুক্ষণ আগে আমরা পাঁচজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। এই বিষয়ে বিস্তারিত তথ্য খুব শিগগিরই জানানো হবে," বলেন তিনি।
এদিকে, নিহতদের পরিচয় শনাক্তে সহায়তার জন্য নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের সিআইডি ভবনে এসে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বুধবার (২৩ জুলাই) এক সরকারি তথ্য বিবরণীতে এই অনুরোধ জানায় সরকার।
গত সপ্তাহে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর একটি ছোট আকারের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলেই পাঁচজন পুড়ে মারা যান। মরদেহগুলো এতটাই বিকৃত ছিল যে তাৎক্ষণিকভাবে কোনো পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
আরএক্স/