কাতার থেকে যুদ্ধবিরতির আলোচকদের ফিরিয়ে আনল ইসরায়েল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫


কাতার থেকে যুদ্ধবিরতির আলোচকদের ফিরিয়ে আনল ইসরায়েল
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহাতে যুদ্ধবিরতির জন্য যাওয়া আলোচনাকারী দলকে ফিরিয়ে এনেছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 


বৃহস্পতিবার (২৪ জুলাই) ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির নতুন একটি প্রস্তাব দেয়। যেটি পর্যালোচনা করার তথ্য জানায় ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পর আলোচনাকারীদের ফিরিয়ে আনার ঘোষণা দেয় দখলদাররা।


আরও পড়ুন: রাশিয়ার যাত্রীবাহী বিধ্বস্ত বিমানের কেউ বেঁচে নেই


যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, হামাসের নতুন প্রস্তাব সম্পর্কে আরও পরামর্শ করার জন্য আলোচকদের ফিরিয়ে আনা হয়েছে।


হামাসের একটি সূত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধবিরতি হওয়া সম্ভব। তবে চুক্তিটি হতে কয়েকদিন সময় লাগতে পারে। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলের কারণেই যুদ্ধবিরতি করা সম্ভব হচ্ছে না।


আরও পড়ুন: বহু আরোহী নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত


হামাসের সূত্রটি জানিয়েছেন, নতুন প্রস্তাবে একটি ধারা রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে, অস্থায়ী যুদ্ধবিরতি হবে ৬০ দিনের। এ সময়ের মধ্যে দুই পক্ষ স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হতে পারলেও যুদ্ধ শুরু করা যাবে না।


এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, হামাস নতুন যে প্রস্তাব দিয়েছে সেটিকে তারা এখন পর্যন্ত ‘সবচেয়ে ইতিবাচক’ প্রস্তাব হিসেবে দেখছে তারা। সূত্র: রয়টার্স।


এমএল/