ইতালির ব্যস্ত সড়কে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

তালির উত্তরাঞ্চলীয় লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের একটি ব্যস্ত হাইওয়েতে আচমকা ভেঙে পড়ে একটি ছোট আকারের উড়োজাহাজ।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বিমানটির পাইলট সার্জিও রাভাগলিয়া (৭৫) এবং তার সঙ্গিনী অ্যান মারি ডি স্টেফানো (৬০)। তিনি এবং অ্যান উভয়েই লম্বার্দির রাজধানীশহর মিলানের বাসিন্দা ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সড়কে চলতে থাকা গাড়ির মাঝেই আচমকা ‘ফ্রেসিয়া আরজি’ মডেলের আল্ট্রালাইট বিমানটি মুখ থুবড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন ধরে যায়। বিমানটির পাশ দিয়ে তখন দ্রুতগতিতে চলছিল একাধিক গাড়ি। এর মধ্যে দু’টি গাড়ির চালক আঘাত পান। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তারা বর্তমানে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সড়কে বিমানটিকে জরুরিকালীন অবতরণ করানোর চেষ্টা করছিলেন পাইলট। কিন্তু তার পরিবর্তে বিমানটি ভেঙে পড়ে রাস্তায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া কয়েকটি গাড়ি। সেগুলোর মধ্যে দু’টি গাড়ির চালক আহত হয়েছেন।
বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকলবাহিনী। যদিও তত ক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিমানটি। ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, গত জুন মাসে ভারতীয় শহর আহমদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক বিমান। ওই দুর্ঘটনায় ২৬০ জনের মৃত্যু হয়, যাদের মধ্যে ২৪১ জন ছিলেন যাত্রী। সাম্প্রতিক ইতালির এই দুর্ঘটনাটি সেই ভয়াবহ ঘটনার দুঃসহ স্মৃতি ফিরিয়ে এনেছে।
এসডি/