ইউটিউব দেখে ডায়েট, যে খাবার খেয়ে তরুণের মৃত্যুর সন্দেহ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫


ইউটিউব দেখে ডায়েট, যে খাবার খেয়ে তরুণের মৃত্যুর সন্দেহ
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার কোলাচেলে এলাকার ১৭ বছর বয়সী শক্তিশ্বরণ নামে এক তরুণ ইউটিউবের ডায়েট গাইডলাইন মেনে তিন মাস ধরে শুধুমাত্র ফলের জুস পান করছিল। ওই কঠোর ডায়েটের কারণে গত বৃহস্পতিবার (২৪ জুলাই) হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে এবং চিকিৎসক আসার আগেই মারা যায়।


শনিবার (২৬ জুলাই) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


শক্তিশ্বরণের পরিবার জানায়, সে কোনো চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ না নিয়ে শুধুমাত্র ইউটিউবের একটি চ্যানেলের উপর নির্ভর করে ডায়েট করছিল। এর পাশাপাশি কিছু ওষুধ খাওয়া এবং ব্যায়াম করছিল। তিন মাসে তার ওজন কমলেও তার শারীরিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল।


মৃত্যুর দিন, বাড়িতে একটি পূজার আয়োজন ছিল এবং প্রথমবার ভারি খাবার খাওয়ার পরই তার বমি ও শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত চিকিৎসা নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। চিকিৎসকেরা এখনো মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পারেননি, তবে কঠোর ডায়েটের প্রভাব খতিয়ে দেখা হচ্ছে।


বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, কোনো ধরনের ডায়েট শুরু করার আগে অবশ্যই পুষ্টিবিজ্ঞানী বা চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।


আরএক্স/