ভারতের পরিবর্তে যাদের সঙ্গে সিরিজ খেলতে পারে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৮:২১ অপরাহ্ন, ২৬শে জুলাই ২০২৫

চলতি আগস্টে তিন ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল করায় সেই সিরিজটি আর হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ভারতের সঙ্গে এই সিরিজটি পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতের সিরিজ বাতিলের ফলে এখন ক্রিকেটাঙ্গনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—এ সময়ে অন্য কোনো দলের বিপক্ষে খেলবে কি বাংলাদেশ? যদিও শোনা যাচ্ছিল ক্রিকেটারদের দীর্ঘ সময়ের জন্য স্কিল ও ফিটনেস ক্যাম্পে পাঠানো হতে পারে, তবে শনিবার (২৬ জুলাই) বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ভারতের জায়গায় নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজনের চেষ্টা চালাচ্ছে বিসিবি।
আরও পড়ুন: এশিয়া কাপ হবে আরব আমিরাতে, চূড়ান্ত সময় ও সূচি প্রকাশ
নাজমুল আবেদিন ফাহিম বলেন, বেশির ভাগ দেশেরই নির্ধারিত সিরিজ আছে। আমাদের পরিকল্পনা ছিল ভারতের সঙ্গে সিরিজ খেলে তারপর এশিয়া কাপে যাওয়া। যেহেতু ভারত এখন আসছে না, তাই আমরা অন্য কোনো দেশ নেদারল্যান্ডস বা নেপালের সঙ্গে সিরিজ আয়োজনের চেষ্টা করছি।
বিসিবির পরিকল্পনা অনুযায়ী, সিরিজটি দেশের মাটিতেই আয়োজন করা হবে। তবে সেটি সম্ভব না হলে বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে। ফাহিম জানান, বিদেশি দল পাওয়া না গেলে জাতীয় দলের কাছাকাছি মানের দল গঠন করে একটি প্রস্তুতি সিরিজ আয়োজন করা হতে পারে। এতে একদিকে যেমন জাতীয় দলের প্রস্তুতি হবে, অন্যদিকে সম্ভাবনাময় ক্রিকেটারদের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: এশিয়া কাপের ভেন্যু ও ম্যাচের সময়সূচী চূড়ান্ত!
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স আগামী ১৫ আগস্ট দেশে ফিরবেন। তবে সিরিজ আয়োজনের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। বিসিবি সূত্র বলছে, সব কিছুই এখনো আলোচনা পর্যায়েই রয়েছে।
এদিকে পাকিস্তান সিরিজ শেষে ক্রিকেটাররা ছুটিতে রয়েছেন। কেউ আছেন নিজ বাড়িতে, আবার কেউ সময় কাটাচ্ছেন দেশের বাইরে। কোচিং স্টাফরাও ছুটির আমেজে রয়েছেন।
এমএল/