আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের পর আন্দ্রে রাসেলের আবেগঘন বার্তা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৩শে জুলাই ২০২৫

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
মঙ্গলবার (২২ জুলাই) কিংস্টনের স্যাবাইনা পার্কে ঘরের মাঠে, স্বজনদের সামনে দাঁড়িয়ে আবেগঘন বিদায় নিয়েছেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। তবে বিদায়ী ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হার দেখতে হয়েছে ক্যারিবীয় দলকে।
ম্যাচ শেষে রাসেল বলেন, আমার মনে হয়েছে এখনই থেমে যাওয়ার সময় এসেছে এবং এখান থেকেই ছেলেরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নেবে। দলে কয়েকজন ভালো খেলোয়াড় আছে।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
তিনি বলেন,স্যাবাইনা পার্কে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করতে পেরে আমি কৃতজ্ঞ। পরিবার, বন্ধু ও স্থানীয় দর্শকদের সামনে খেলার সুযোগ করে দেওয়ার জন্য ওয়েস্ট ইন্ডিজ বোর্ডকে ধন্যবাদ। আশা করি, আপনারা এভাবেই দলের পাশে থাকবেন।
২০১০ সালে টেস্ট দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল রাসেলের। পরের বছর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক। এরপর ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অংশ ছিলেন তিনি। যদিও পরে জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি সময় দেন এই অলরাউন্ডার।
২০১৯ সালের পর থেকে কেবল টি-টোয়েন্টি খেলেছেন রাসেল। অনেক সময় জাতীয় দলের বাইরে থেকেছেন চুক্তির বাইরে, আবার কখনো নিজের সিদ্ধান্তেই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন।
তবু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার রাজত্ব ছিল প্রশ্নাতীত। আইপিএল, বিপিএল, পিএসএল, সিপিএল, দ্য হান্ড্রেডসহ বিশ্বের প্রায় সব লিগেই তার আধিপত্য দেখা গেছে। সব মিলিয়ে মাত্র ৮৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন রাসেল, যেখানে ১৬৩.৭৯ স্ট্রাইক রেটে ১,১২২ রান এবং ৬১ উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন: একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি অনুভব করছি, বিমান দুর্ঘটনা নিয়ে সাকিব
বিদায়ী ম্যাচে মাঠে নামার সময় দুই দলের ক্রিকেটাররা তাকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন। ম্যাচ শেষে জ্যামাইকার ক্রীড়া মন্ত্রী অলিভিয়া গ্রেঞ্জের হাত থেকে পেয়েছেন বিশেষ স্মারক—জ্যামাইকার পতাকায় মোড়ানো গিটার-আকৃতির ব্যাট ও বল। ক্রিকেট আর রেগে সুরের এক অনন্য সংমিশ্রণ যেন রাসেলকে দিয়েই পূর্ণতা পেল।
ম্যাচে ব্যাট হাতে ক্যামিও খেললেও বল হাতে ছিলেন খরুচে, মিস করেছিলেন দুটি ক্যাচও। তারপরও গ্যালারিভর্তি দর্শক আর গোটা ক্রিকেটবিশ্বের চোখে তিনিই ছিলেন দিনের প্রধান চরিত্র। ম্যাচ শেষে তিনি গ্যালারির ধারে গিয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলেন, দেন অটোগ্রাফ। কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর চোখেমুখে আবেগের ছাপ।
আন্দ্রে রাসেল চলে গেলেন, রেখে গেলেন এক রঙিন অধ্যায়—যেখানে ক্রিকেট, বিনোদন আর ক্যারিবীয় উচ্ছ্বাস একাকার হয়ে আছে।
এমএল/