একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি অনুভব করছি, বিমান দুর্ঘটনা নিয়ে সাকিব


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৬ অপরাহ্ন, ২১শে জুলাই ২০২৫


একজন বাবা হিসেবে এই যন্ত্রণা আমি অনুভব করছি, বিমান দুর্ঘটনা নিয়ে সাকিব
সংগৃহীত ছবি।

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় সারাদেশ যখন শোকাহত, ঠিক সেই সময় দেশসেরা অলরাউন্ডার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। 


সোমবার (২১ জুলাই) রাতে দেওয়া ওই পোস্টে সাকিব লেখেন, "আজ মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে ভবিষ্যতের স্বপ্নরা গড়ে ওঠে, সেটাই আজ পরিণত হয়েছে শোকস্তব্ধ এক বেদনার স্থলে। এক নিমিষে ঝরে গেছে অনেক তরুণ প্রাণ, নিভে গেছে অগণিত স্বপ্ন।"


তিনি আরও লেখেন, একজন বাবা হিসেবে, একজন বাংলাদেশি হিসেবে, এবং একজন মানুষ হিসেবে এই শোক, এই যন্ত্রণা আমি গভীরভাবে অনুভব করছি। প্রতিটি নিঃশেষিত পরিবারের কষ্ট আমার নিজের বলেই মনে হচ্ছে।


শেষে সাকিব দেশবাসীর প্রতি আহ্বান জানান,আসুন, আমরা সবাই মিলে নিহতদের আত্মার শান্তি কামনা করি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করি। এই কঠিন সময়ে আমরা যেন একে অন্যের পাশে দাঁড়াই।


উল্লেখ্য, সোমবার দুপুর ১টার দিকে উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অগ্নিকাণ্ডের পাশাপাশি বহু শিক্ষার্থী হতাহত হন। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১৯ জন ছাড়িয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


এসডি/