Logo

হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, মান রক্ষায় লড়বে পাকিস্তান

profile picture
জনবাণী ডেস্ক
২৫ জুলাই, ২০২৫, ০৩:৫৬
35Shares
হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, মান রক্ষায় লড়বে পাকিস্তান
ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 

আজ (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে, সম্মান রক্ষার লড়াইয়ে আজ জয়ের জন্য মরিয়া পাকিস্তান।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

গত ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি কিছু মূল খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সিরিজে টানা দুই জয়ের ফলে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। বোলাররা যেমন দারুণ সাফল্য পেয়েছেন, তেমনি ব্যাটাররাও দেখিয়েছেন দায়িত্বশীলতা। শেষ ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতেই চাইবে লিটনরা।

বিজ্ঞাপন

বিস্তারিত আসছে..

বিজ্ঞাপন

এসডি/ .

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD