হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, মান রক্ষায় লড়বে পাকিস্তান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫


হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, মান রক্ষায় লড়বে পাকিস্তান
সংগৃহীত ছবি।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। 


আজ (২৪ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। অন্যদিকে, সম্মান রক্ষার লড়াইয়ে আজ জয়ের জন্য মরিয়া পাকিস্তান।


বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হবে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।


গত ম্যাচের একাদশ থেকে ৫টি পরিবর্তন এনেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার পাশাপাশি কিছু মূল খেলোয়াড়কে বিশ্রাম দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


সিরিজে টানা দুই জয়ের ফলে আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। বোলাররা যেমন দারুণ সাফল্য পেয়েছেন, তেমনি ব্যাটাররাও দেখিয়েছেন দায়িত্বশীলতা। শেষ ম্যাচেও এই ধারাবাহিকতা ধরে রাখতেই চাইবে লিটনরা।


বিস্তারিত আসছে..



এসডি/ .