যদি আরও আগে শুনতাম, তবে জীবন অন্য রকম হত: সালমান


Janobani

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ২৭শে জুলাই ২০২৫


যদি আরও আগে শুনতাম, তবে জীবন অন্য রকম হত: সালমান
ছবি: সংগৃহীত

বলিউডের সুপারস্টার সালমান খান হঠাৎ করেই এক আবেগঘন সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজের জীবনের অনুশোচনার কথা শেয়ার করলেন। বাবার দেওয়া একটি মূল্যবান উপদেশ উল্লেখ করে তিনি বলেন, "আমি যদি এটা আরও আগে শুনতাম, তবে জীবন অন্যরকম হতো।"


শুক্রবার (২৫ জুলাই) নিজের একটি ছবি শেয়ার করে ইনস্টাগ্রাম পোস্টে সালমান লেখেন, "বর্তমান কখনও তোমার অতীত হয়ে ওঠে, অতীত তোমার ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায় কখনও কখনও। বর্তমান উপহার, এটিকে সঠিক ভাবে ব্যবহার করো।"


তিনি আরও বলেন, "বর্তমানে কোনো ভুল করো না। বারবার করা ভুল অভ্যাসে পরিণত হয়। কাউকে দোষারোপ করো না। কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা তুমি করতেই চাও না।"


এই কথাগুলোর সূত্র ধরেই সালমান খান তার বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের উপদেশের প্রসঙ্গ টানেন। তার ভাষায়, "আমার বাবা আমাকে এই কথাগুলো বলেছেন এবং এগুলো খুবই সত্যি। আমি যদি এটা আরও আগে শুনতাম, তবে জীবন অন্যরকম হতো। যদিও এখন খুব বেশি দেরি হয়ে যায়নি।"


সালমান খানের এমন পোস্টে বিস্মিত ও চিন্তিত হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অনেকেই জানতে চেয়েছেন, বাবার কোন উপদেশ তিনি অমান্য করেছিলেন, যার জন্য এখন অনুশোচনা করছেন। যদিও অভিনেতা এই বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।


আরএক্স/