শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো বঙ্গোপসাগর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:০৭ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৫


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো বঙ্গোপসাগর
সংগৃহীত ছবি।

বঙ্গোপসাগরের ভূমিকম্পে ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ৬ দশমিক ৩ মাত্রায় কেঁপেছে। 

সোমবার (২৮ জুলাই) রাত ১২টা ১১ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।


ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) এক বিবৃতিতে এ তথ্য জানায়।


বিবৃতিতে বলা হয়, সোমবার রাত ১২টা ১১ মিনিটে এই ভূমিকম্প হয়। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। এখন পর্যন্ত ভূমিকম্পের জেরে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আসেনি।


আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ হলো ভারতের কেন্দ্রীয় সরকার শাসিত ৮টি অঞ্চলের মধ্যে অন্যতম। বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত ৫৭২টি ছোট বড় দ্বীপের সমন্বয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ। 


এসব দ্বীপের মধ্যে মাত্র ৩৮টিতে লোকজন বসবাস করে। ভৌগলিকভাবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের অবস্থান বঙ্গোপসগারের সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত।


সূত্র: হিন্দুস্তান টাইমস


এসডি/