এই জন্মে শুভশ্রী তার নাম থেকে আমাকে সরাতে পারবে না: দেব
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫:৩৬ পিএম, ২৯শে জুলাই ২০২৫

টলিউডের একসময়ের জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব ও শুভশ্রী। শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও তাঁদের প্রেম একসময় ছিল চর্চার কেন্দ্রে। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর দীর্ঘ সময় তাঁদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে প্রায় ৯ বছরের দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন তাঁরা, বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’-র মাধ্যমে।
চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ছবিটি। যদিও এই ছবির কাজ শুরু হয়েছিল বহু আগে, দেব-শুভশ্রীর বিচ্ছেদের পরপরই, তবে নানা কারণে ছবিটি এতদিন আটকে ছিল। এত বছর পর সেই ছবি মুক্তি পেতে চলেছে বলেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে।
ছবির মুক্তির আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব বলেন, “এই জন্মে না শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে, না আমি আমার নাম থেকে শুভশ্রী সরাতে পারব অনস্ক্রিন জুটি হিসেবে।”
এই মন্তব্যেই স্পষ্ট, তাঁদের অনস্ক্রিন রসায়ন এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে, আর দেব নিজেও সেই সম্পর্ককে সম্মান জানাতে ভোলেননি।
আবেগপ্রবণ হয়ে দেব আরও বলেন, “একটা প্রজন্ম একটা সময় আমাদের সঙ্গে ছিল। আজ তারা বড় হয়েছে, কেউ হয়তো বিদেশে চাকরি করছে। লন্ডনে শ্যুটিংয়ের সময় অনেক বাঙালি আমাকে বলেছেন, ‘ধূমকেতু’ কিন্তু লন্ডনে দেখাতে হবে। তারা ঢাকা বা মেদিনীপুরের মতো বিভিন্ন জায়গা থেকে এসে দেব-শুভশ্রীর ভক্ত হিসেবে সিনেমা দেখতেন।”
দর্শকদের একটাই প্রশ্ন — ‘ধূমকেতু’ কি পারবে পুরনো সেই জাদু ফিরিয়ে আনতে? সময়ের অপেক্ষা শুধু।
আরএক্স/