৪ যুবককে নিয়ন্ত্রণ করতেন এক তরুণী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:১২ পিএম, ৩০শে জুলাই ২০২৫

ভারতে আল কায়েদার সক্রিয় মডিউল পরিচালনার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)। গ্রেপ্তারকৃতের নাম সামা পারভিন। ৩০ বছর বয়সী এই তরুণীকে কর্নাটকের বেঙ্গালুরু থেকে আটক করা হয়।
গুজরাট এটিএস জানিয়েছে, সামা পারভিনই ছিলেন আল কায়েদার ভারতের কার্যক্রমের মূল হ্যান্ডলার। তিনি ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে যুবকদের মগজধোলাই করতেন এবং তাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ করতেন।
এটিএস সূত্রে জানা গেছে, সামা ইনস্টাগ্রামের মাধ্যমে গোটা মডিউল পরিচালনা করতেন, এবং কর্নাটকে গোপনে জঙ্গি তৎপরতা চালাচ্ছিলেন।
গত ২৩ জুলাই ৪ জঙ্গিকে গ্রেপ্তার করে এটিএস। তারা হলেন- মোহাম্মদ ফইক, মোহাম্মদ ফারদিন, সেফুল্লা কুরেশি, জিশান আলি। তাদেরকে গুজরাট, দিল্লি ও নয়ডা থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্তে জানা গেছে, ভারতের একাধিক জায়গায় নাশকতার ছক ছিল তাদের। সোশ্যাল মিডিয়া অ্যাপের মাধ্যমে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করত। তারা ভারতের বাইরে হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতো।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশের যুবকদের মগজধোলাই করা হতো। প্রচার করার জন্য তারা বিভিন্ন অ্যাপ ব্যবহার করত। নিজেদের ডিজিটাল ফুটপ্রিন্ট মুছে ফেলতে অটো ডিলিট অ্যাপ ব্যবহার করতেন তারা। এ ছাড়া নকল নোটের চক্রও তাদের মাধ্যমে পরিচালিত হতো।
এসডি/