ইফতারের জন্য ছোলা ভুনা তৈরির রেসিপি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইফতারের জন্য ছোলা ভুনা তৈরির রেসিপি

ইফতারের থালায় ছোলা ভুনা না থাকলে কি চলে! কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বাইরে থেকে কিনে আনা ছোলা ভুনাই পরিবেশন করা হচ্ছে ইফতারে। বাইরে তৈরি খাবার বাড়ির খাবারের মতো স্বাস্থ্যকর হবে না। তাই স্বাস্থ্যের দিকে নজর রাখতে চাইলে বাড়িতেই তৈরি করে খান। চলুন জেনে নেওয়া যাক ছোলা ভুনার সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ছোলা- ১ কাপ

পেঁয়াজ কুচি- ১/৪ কাপ

টমেটো কিউব করে কাটা- ২ টি

কাঁচা মরিচ কুচি- ২ টি

তেল- ৩ টেবিল চামচ

ধনে গুঁড়া- ২ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- আধা চা চামচ

হলুদ গুঁড়া- আধা চা চামচ

লেবুর রস- দেড় চা চামচ

রসুন বাটা- ১ চা চামচ আদা

গরম মসলা গুঁড়া- আধা চা চামচ

লবণ- স্বাদমতো

বিট লবণ- ১ চিমটি

ধনেপাতা কুচি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

ছোলা পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। ভিজে ফুলে উঠলে ধুয়ে নিয়ে সামান্য লবণ ও হলুদ গুঁড়া ছোলা সেদ্ধ করে নিন। চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে আদা-রসুন বাটা দিন। একটু লালচে হয়ে এলে এতে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ কুচি নরম হয়ে এলে বাকি সব মসলা দিয়ে সামান্য পানি দিয়ে কষাতে থাকুন। কষানো হলে তাতে টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে ছোলা ঢেলে দিন। ভালোমতো নাড়াতে থাকুন মসলা মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। এরপর লেবুর রস দিয়ে ভালো করে নেড়ে উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন। ইফতারে পরিবেশন করুন সুস্বাদু ছোলা ভুনা।

জি আই/