এসএসসি-৯২ এর আয়োজনে কক্সবাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এসএসসি-৯২ এর আয়োজনে কক্সবাজারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বন্ধুত্বের টানে ইফতার মাহফিলে ছুটে এসেছে  দূর দুরান্তের এসএসসি-৯২ এর কক্সবাজারের বন্ধুসকল। বন্ধুরা গড়ে তুলেছে  বন্ধুত্বের মেলবন্ধন। আর সেই বন্ধুত্বের ডাকে সাড়া দিয়ে ইফতার মাহফিলে উপস্থিত হয় কক্সবাজারে এসএসসি ৯২ বন্ধুরা। 

গত ৩০ বছরে এদের একেকজন নানা পেশায় চলে গেছেন। কেউ দেশে আছেন, কেউ বিদেশ আছেন। শৈশবের বন্ধুত্ব অটুট রাখতে উক্ত ইফতার মাহফিল বন্ধু আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে  তেলাওয়াত করেন হুমায়ুন সিকদার। 

বক্তব্য রাখেন এসএম বাবর,  এড. ছৈয়দ আহমদ উজ্জ্বল, এড. মোহাম্মদ ইউনুস, ইমাম খালেদ স্বপন, মাহবুব কামাল বিন খালেদ সবুজ,  জিয়াউল করিম চৌধুরী জন্টু, খালেদ উমর রানা, নওয়াব আলী,মোঃ ছৈয়দ নুর,মুহাম্মদ ইমান আলী, আমিনুল এহসান মানিক, এম সাইদুল ইসলাম চৌধুরী,  নিজাম উদ্দিন নুরী, মোঃ ইকবাল হাসান, মোঃ আজিম উদ্দিন, দীপন বিশ্বাস,মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ এখতেয়ার উদ্দিন, আমিনুল হক, মাহবুব আলম,মোহাম্মদ আলাউদ্দিন, আবু মোহাম্মদ মেজবাহ উদ্দিন কায়সার, মোহাম্মদ আমির হোসাইন রামু,নেছার আহমেদ, মোহাম্মদ আলম,মারুফা বেগম,মোহাম্মদ জাহাঙ্গীর আলম কুতুবী, সেতারা বেগম (কুতুবদিয়া), নাজেম উদ্দিন, মোঃ আমিনুল কবির, মোঃ নজরুল ইসলাম, সাইদ উল্লাহ, বাদল কান্তি দে,সমীর কান্তি দে,একরাম উদ্দিন নুরী, মোঃ জামাল  হোসাইন, মোঃ লুতফুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম ,মোহাম্মদ কায়সার উদ্দিন।

তাদের বক্তব্যে উঠে আসে শৈশবে ফেলে আসা স্কুল জীবনের প্রাণবন্ত দিনের কথা এসময় অনেকেই সৃতি কাতর হয়ে পড়ে, মৃত বন্ধুদের রুহের মাগফিরাত কামনা এবং অসুস্থ বন্ধুদের সুস্থ্যতার জন্য দোয়া করে ইফতার ও দোয়ার মাহফিল শেষ হয়।

এসএ/