কিন্ডারগার্টেনের পাশে বজ্রপাত, আতঙ্কে অসুস্থ শিক্ষকসহ ১৫


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:০১ পিএম, ৭ই আগস্ট ২০২৫


কিন্ডারগার্টেনের পাশে বজ্রপাত, আতঙ্কে অসুস্থ শিক্ষকসহ ১৫
প্রতীকী ছবি

রিফাত আবির, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বজ্রপাতের ঘটনায় এক কিন্ডারগার্টেনের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচ্ছন্ন কর্মীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। 


বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামে অবস্থিত একুশে একাডেমি কিন্ডার গার্ডেনের পাশে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দ্বিতীয় শিফটের ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের পূর্ব পাশে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। আহতদের মধ্যে ১০ জনকে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।


আহতরা হলেন—তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান (১০), আবদুল্লাহ আল আদিব (৯), সুমাইয়া (১০), স্বর্ণালী (১০), অর্জুন (১০), অপূর্ব (১০), অশমী (১০); চতুর্থ শ্রেণির আবির (১১), আফসার (১১); শিক্ষক মাকসুদা বেগম (২৬) ও পরিচ্ছন্ন কর্মী ডলি দেবনাথ (২৫)। 


তাদের সবারই শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গেছে।


একুশে একাডেমির পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে স্কুলের পূর্ব পাশে বজ্রপাতের ঘটনায় শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে। কিছু শিক্ষার্থী ভয়ে অসুস্থ হয়ে পড়ে। মাহমুদুল ও সুমাইয়ার দুই হাতে সমস্যা দেখা দিয়েছে তারা হাত নাড়াতে পারছে না।’


বিদ্যালয়ের অধ্যক্ষ শাজাহান মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ৯ জন শিক্ষার্থী, একজন শিক্ষক এবং একজন কর্মচারীকে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি ঘোষণা করা হয়।’


বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রঞ্জন বর্মন বলেন, ‘বজ্রপাতজনিত কারণে আতঙ্কিত হয়ে পড়া শিক্ষার্থীদের হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে বাড়িতে পাঠিনো হয়েছে।’