রাশিয়াকে কোণঠাসা করতে নতুন ‘ভেলকি’ দেখাতে চলেছেন ট্রাম্প!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫:৩৯ পিএম, ৭ই আগস্ট ২০২৫

রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার কারণে ভারতের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এবার পরোক্ষ নিষেধাজ্ঞা বা ‘সেকেন্ডারি স্যাংশন’ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া অন্যান্য দেশের বিরুদ্ধে, যেখানে বিশেষভাবে চীনের নাম এসেছে আলোচনায়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, মাত্র আট ঘণ্টা হয়েছে। দেখি কী হয়। আপনারা আরও অনেক কিছু দেখতে চলেছেন। আরও অনেক সেকেন্ডারি নিষেধাজ্ঞা আসছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটে ট্রাম্পের নতুন মন্তব্য ভবিষ্যতে আরও কঠোর নিষেধাজ্ঞার ইঙ্গিত দিচ্ছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ভারতের ওপর থেকে বাড়তি শুল্ক তুলে নেওয়া হবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা তা পরে নির্ধারণ করবো।
এর আগে ট্রাম্প ঘোষণা দেন, রাশিয়ার সঙ্গে চলমান জ্বালানি বাণিজ্যের জেরে ভারতের ওপর ৫০% আমদানি শুল্ক কার্যকর হবে আগামী ২১ দিনের মধ্যে। এই সময়কে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সমঝোতার শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ হলে ভারতের ওপর থেকে এই শুল্ক প্রত্যাহার হবে কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমরা তা পরে নির্ধারণ করবো।
এদিকে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ভারত। এটিকে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে নয়াদিল্লি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র। আমরা এরই মধ্যে আমাদের অবস্থান পরিষ্কার করেছি যে আমাদের ক্রয় সিদ্ধান্ত বাজারের বাস্তবতা অনুযায়ী ও ১৪০ কোটি ভারতীয়ের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।
এসডি/