বিসিবির বোর্ড সভা শনিবার, আলোচনায় কী থাকছে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯:০১ পিএম, ৮ই আগস্ট ২০২৫

আগামী শনিবার (০৯ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন বিসিবি কার্যালয়ে শুরু হবে এই সভা।
বিপিএলের স্পোর্টস ম্যানেজমেন্ট সংক্রান্ত বিষয়ই এবার আলোচনার মূল কেন্দ্রবিন্দু বলে জানা গেছে। আগামী মৌসুম থেকে ঘরোয়া এই জনপ্রিয় টুর্নামেন্টের আয়োজক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছে দেশি বা বিদেশি কোনো স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রক্রিয়া শুরু হয়েছে এবং কয়েকটি নামীদামি প্রতিষ্ঠান দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছে। সেরা প্রতিষ্ঠান বাছাইয়ের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বোর্ড সভায়।
আরও পড়ুন: স্বল্পমূল্যে বিক্রি হচ্ছে লর্ডসের ঘাস, কিনতে পারবেন আপনিও
সভায় বেশিরভাগ পরিচালক সভায় সশরীরে উপস্থিত থাকবেন। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং ভিডিও কনফারেন্সে সভায় যুক্ত হবেন। একইভাবে, দেশের বাইরে থাকা বোর্ড পরিচালক ফাহিম সিনহাও ভার্চুয়ালি অংশ নেবেন।
বিপিএল ছাড়াও সভায় বিসিবির আয়-ব্যয়, এনসিএল (ন্যাশনাল ক্রিকেট লিগ), এশিয়া কাপ এবং নারী ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় আসবে।
আরও পড়ুন: পাকা দাড়ি-গোঁফে, এ কোন বিরাট কোহলি?
এর আগে, বৃহস্পতিবার (০৭ আগস্ট) বোর্ডের কয়েকজন পরিচালক, নির্বাচক এবং এনসিএল টিম ম্যানেজারদের নিয়ে এক বৈঠক হয়। সেখানে ঘরোয়া ক্রিকেটে সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এনসিএলকে আরও জাঁকজমকপূর্ণ করে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
এমএল/