Logo

দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: আসিফ মাহমুদ

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৫, ২৪:৫৮
144Shares
দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারাদেশে প্রায় ১৫০টি মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সব উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কাজ শুরু করেছে।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নাটোরের কানাইখালী এলাকায় সদর উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে ভার্চুয়ালি দেশের আরও ১৪টি মিনি স্টেডিয়ামের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

উপদেষ্টা আরও বলেন, মিনি স্টেডিয়ামগুলো যেন যথাযথভাবে ব্যবহার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এখান থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। এছাড়া উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সহযোগিতা নিয়ে দেশের ক্রীড়াঙ্গনকে আরও শক্তিশালী করতে হবে, যাতে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরি করা যায়। খেলাধুলার মাধ্যমে সমাজ থেকে মাদকসহ সব অশুভ প্রবণতা দূর হবে।

বিজ্ঞাপন

তিনি অভিভাবকদের আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করুন। খেলাধুলা শুধু সুস্বাস্থ্যই নয়, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকেও দূরে রাখে।

আসিফ মাহমুদ বলেন, খেলাধুলার পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সারাদেশে উদ্যোক্তা তৈরিতে বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে। এতে যুবসমাজসহ নারীরা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হতে পারবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুর-উল-আলম, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার আমজাদ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী প্রমুখ।

বিজ্ঞাপন

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD