Logo

এবার শাকিবের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়

profile picture
জনবাণী ডেস্ক
১০ আগস্ট, ২০২৫, ২৪:৩৪
63Shares
এবার শাকিবের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়
ছবি: সংগৃহীত

অপু বিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষায়ও ছিল নেটিজেন-ভক্তরা

বিজ্ঞাপন

কিছুদিন আগেই ঢালিউড কিং শাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও তোলপাড় হয়ে ওঠে দেশের শোবিজ অঙ্গন। কারণ, যুক্তরাষ্ট্রে ছেলে শেহজাদ খান বীর ও তার মা শবনম বুবলীকে নিয়ে ঘুরতে দেখা যায় দর্শকপ্রিয় এই অভিনেতাকে।

তবে এ নিয়ে বিতর্ক যেন থামেনি। অনেকেই মন্তব্য করেন, অপু বিশ্বাসকে দূরে সরিয়েই কি কাছাকাছি হলেন শাকিব-বুবলী! আবার কেউ মনে করেন, অতীতের মান-অভিমান ভুলে হয়তো নতুন করে পথচলা শুরু করছেন এই কাপল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঠিক এমন অবস্থায় অপু বিশ্বাসের মন্তব্য ও প্রতিক্রিয়ার অপেক্ষায়ও ছিল নেটিজেন-ভক্তরা। যদিও এসব নিয়ে কোনো মন্তব্য করতে দেখা যায়নি শাকিবের প্রাক্তন এই স্ত্রীকে। তবে শাকিবের কাছে অপু কিংবা বুবলীর অবস্থান কেমন- তা কারোই অজানা নয়।

শাকিব ঘনিষ্ঠ ও ভক্তরা মনে করেন, দুই সন্তানের জন্য সবার প্রতি সমানভাবে দায়িত্ব পালন করেন শাকিব খান। নায়ক যাই করেন সবটাই নিজের সন্তানদের মুখের দিকে তাকিয়ে। বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি। কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের প্রভাব সন্তানদের ওপর না পড়ে, তা নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক বজায় রাখেন। 

বিজ্ঞাপন

এমনই আবহে শনিবার (০৯ আগস্ট) দুপুরে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের স্টোরিতে একটি ছবি শেয়ার করে নেন তিনি। তাতে দেখা যায় বড় ছেলে আব্রাম খান জয়কে। তাতে শাকিব খান লিখেছেন, ‘মিস ইউ পাপা’। 

বিজ্ঞাপন

বুবলীর সঙ্গে একফ্রেমে আসার পর ভক্তদের অনেকেই প্রশ্নও ছোঁড়েন, বুবলীর ছেলে শেহজাদকে পেয়ে অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয়কে এড়িয়ে গেলেন কী না শাকিব খান! আদতে তা নয়! ভক্তদের এমন জল্পনায় এবার জল ঢাললেন ঢালিউড মেগাস্টার স্বয়ং নিজেই।

বিজ্ঞাপন

তবে বিতর্ক এড়াতে নয়। বাস্তবেই নিজের দুই সন্তানকে সমানভাবে ভালোবাসেন শাকিব। যুক্তরাষ্ট্রে মাস খানেক হলো অবস্থান করছেন নায়ক। সেখানে ছোট ছেলে শেহজাদ খান বীরকে পেলেও আরেক সন্তান আব্রাম খান জয়কে পাননি তিনি। আরও কিছুদিন নাকি সেখানে থাকবেন শাকিব। এমন সময় নিজের বড় ছেলের প্রতি আবেগঘন হয়ে পড়লেন এই নায়ক; তাকে মিস করতে শুরু করলেন।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD