গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩০ এএম, ১০ই আগস্ট ২০২৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনাহার ও অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে এ ধরনের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২ জনে, যাদের মধ্যে ৯৮ জন শিশু।
শনিবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অভিযানে অন্তত ৩৮ জন নিহত এবং ৪৯১ জন আহত হয়েছেন। এ সময় খাদ্য সহায়তা নিতে গিয়ে আরও ২১ জন প্রাণ হারান।
ইসরায়েল গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে আগামী ৭ অক্টোবর পর্যন্ত শহর খালি করার সময়সীমা দিয়েছে। প্রথম ধাপে প্রায় ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।
জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই পদক্ষেপ গাজায় চলমান ভয়াবহ দুর্ভিক্ষ ও মানবিক সংকট আরও তীব্র করবে। মে মাসের শেষ থেকে খাদ্য সংগ্রহের পথে ১,৩৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জাতিসংঘের অভিযোগ।
আরএক্স/