ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক তীর্থযাত্রী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:৫১ পিএম, ১০ই আগস্ট ২০২৫


ইরাকে ক্লোরিন গ্যাস লিকে হাসপাতালে ভর্তি ৬ শতাধিক তীর্থযাত্রী
ছবি: সংগৃৃহীত

ইরাকে ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬০০’র বেশি শিয়া তীর্থযাত্রী শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি শনিবার (০৯ আগস্ট) রাতে কারবালা ও নজাফ—এই দুই পবিত্র নগরীর মধ্যবর্তী সড়কে অবস্থিত একটি পানি শোধনাগারে ঘটেছে।


রবিবার (১০ আগস্ট) ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


চলতি বছর লাখ লাখ শিয়া তীর্থযাত্রীর কারবালায় যাওয়ার কথা রয়েছে। পবিত্র কারবালায় অবস্থিত ইমাম হোসেন ও তার ভাই আব্বাসের পবিত্র রওজা শরীফ রয়েছে। তীর্থযাত্রীরা সেখানে ৪০ দিনের শোক পালনের উদ্দেশে যান। তারা ইমাম হোসেনের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে প্রত্যেক বছর সেখানে যান।


আরও পড়ুন: গাজা দখল আমাদের উদ্দেশ্য নয়: বেঞ্জামিন নেতানিয়াহু


ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কারবালায় ক্লোরিন গ্যাস লিকের ঘটনায় ৬২১ জনের শ্বাস কষ্টে ভোগার তথ্য নথিভুক্ত করা হয়েছে। সবাই প্রয়োজনীয় চিকিৎসা পেয়েছেন এবং সুস্থ অবস্থায় হাসপাতাল ছেড়েছেন।’’


তীর্থযাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা দেশটির আইনশৃঙ্খলাবাহিনী বলেছে, কারবালা-নাজাফ সড়কের একটি পানি সরবরাহ কেন্দ্রে ক্লোরিন গ্যাস লিকের কারণে ওই দুর্ঘটনাটি ঘটেছে।


দশকের পর দশক ধরে সংঘাত আর দুর্নীতির কারণে ইরাকের অবকাঠামো ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। দেশটিতে অবকাঠামো নির্মাণে নিরাপত্তা মানদণ্ড মেনে চলাও অনেক কঠিন।


আরও পড়ুন: তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তান


গত জুলাইয়ে দেশটির পূর্বাঞ্চলীয় কুত শহরের এক শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬০ জনের বেশি নিহত হন। যাদের অনেকেই টয়লেটে দমবন্ধ হয়ে মারা যান বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সূত্র: এএফপি।


এমএল/