তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫:৩৮ পিএম, ১০ই আগস্ট ২০২৫


তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে পাকিস্তান
ফাই ছবি।

তুরস্কের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠতা বাড়ছে পাকিস্তানের। সম্প্রতি পাকিস্তান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি সংক্রান্ত কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পর রোববার (১০ আগস্ট) পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার টেলিফোনে কথা বলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে।


আরও পড়ুন: সৌদিতে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার


টেলিফোনে দীর্ঘক্ষণ আলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান-তুরস্ক দ্বিপাক্ষিক সহযোগিতা পর্যালোচনা করেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।


পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, উভয় পক্ষ গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। গাজায় দখলের জন্য ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়ে ইসহাক দার বলেন, এ পরিকল্পনা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন। একইসঙ্গে তিনি গাজায় নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার জরুরি প্রয়োজনীয়তা এবং ইসরায়েলের দায়মুক্তির অবসানের উপর জোর দেন।


এর আগে পাকিস্তান-তুরস্ক অংশীদারিত্বের আওতায় ইতিমধ্যেই সম্মত প্রস্তাব ও উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান ইসহাক দার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে সময়োপযোগী পদক্ষেপ ও সমন্বয়ের প্রয়োজনীয়তার দিকেও জোর দেন তিনি।


আরও পড়ুন: গাজায় অনাহার-অপুষ্টিতে আরও ১১ জনের মৃত্যু


সম্প্রতি, পাকিস্তান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি সংক্রান্ত কমিটির একটি উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সভায় অর্থনীতি, বাণিজ্য, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, প্রতিরক্ষা, অবকাঠামো এবং সংযোগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয় কমিটিকে।

 

এসডি/