প্রেমিকার সঙ্গে অভিমান করে হাতিরঝিলে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রেমিকার সাথে মনোমালিন্য হওয়ায় রাজধানীর হাতিরঝিল লেকে ঝাঁপিয়ে পড়ে রাজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শুক্রবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, শুক্রবার দিবাগত রাতে মহানগর প্রজেক্ট সংলগ্ন ব্রিজ থেকে হাতিরঝিল লেকে ঝাঁপিয়ে পড়ে ওই যুবক। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহায়তায় ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রাজের বাসা মিরপুর। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার। প্রেমিকার সাথে মনোমালিন্য হওয়ায় রাতে হাতিরঝিল ব্রিজ থেকে পানিতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে সে।
এসএ/