এখন শুধুই ওদের সাথে বাঁচতে চাই: পরীমনি


Janobani

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১:১৫ পিএম, ১০ই আগস্ট ২০২৫


এখন শুধুই ওদের সাথে বাঁচতে চাই: পরীমনি
ফাইল ছবি

ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সেনসেশন পরীমনি। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীর সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন এই চিত্রনায়িকা।


সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব পরীমনি।  অনুসারীদের সঙ্গে বিভিন্ন সময় সুখ-দুঃখ ভাগ করে নেন। এবার সেখান থেকেই জানা গেল রবিবার (১০ আগস্ট) তিন বছর পূর্ণ হয়েছে পরীমনির ছেলে পদ্মের।


আরও পড়ুন: এবার শাকিবের স্টোরিতে বড় ছেলে আব্রাম খান জয়


শনিবার (০৯ আগস্ট) রাত ১২টায় ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী। নিজের ফেসবুকে একটি পোস্টে অভিনেত্রী লিখেছেন, আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। বাচ্চা আসার পর থেকে আমার জীবনের সময় কীভাবে চলে যাচ্ছে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সাথে। আপনাদের ভালোবাসায় দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। শুভজন্মদিন বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।


এমএল/