Logo

আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি: জয়া আহসান

profile picture
জনবাণী ডেস্ক
১২ আগস্ট, ২০২৫, ০৮:৩৮
119Shares
আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি: জয়া আহসান
ছবি: সংগৃহীত

তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না

বিজ্ঞাপন

এপার ও ওপার বাংলার সিনেমায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়শৈলী, সৌন্দর্য ও চরিত্র বাছাইয়ের বিচক্ষণতায় তিনি এখন শুধু নন্দিত নন, বরং এক ধরনের আইকনে পরিণত হয়েছেন। যদিও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই নীরব থেকেছেন এই চিত্রনািয়িকা। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভেঙেছেন সেই নীরবতা। 

কলকাতাভিত্তিক ইউটিউব চ্যানেল ইনডালজ এক্সপ্রেসকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন জয়া। সেখানে চলচ্চিত্র ছাড়াও উঠে এসেছে ব্যক্তিজীবনের বিভিন্ন প্রসঙ্গ। এই সাক্ষাৎকারেই প্রথমবারের মতো সম্পর্কে থাকার কথা বিস্তারিত জানিয়েছেন।

বিজ্ঞাপন

জীবনে বিশেষ কেউ আছে কি না সেই প্রসঙ্গে জয়া বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে।’ নাম না বললেও জয়া জানান, তার ‘বিশেষ মানুষ’ সিনেমা–দুনিয়ার কেউ নন। তবে সিনেমার কারও সঙ্গে সম্পর্কে জড়াবেন না, এটা তার সচেতন সিদ্ধান্ত ছিল না। হয়ে গেছে।

বিজ্ঞাপন

 

তিনি বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে উঠতে পারি, বন্ধু হয়ে যেন থাকতে পারি, সেটা একটা বড় বিষয়; সেটা আমরা অবশ্যই। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি এত ট্রাভেল করি, এখানে (কলকাতা) এসে পড়ে আছি, কাজ করছি; এগুলো কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। এগুলো একটা বিষয় কারণ সবার তো একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পারসন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি।’

বিজ্ঞাপন

সঙ্গীর কোন বিষয়টা পছন্দ জয়ার? তিনি জানালেন, ‘সে অনেক শান্ত।’ সঞ্চালক তখন বলেন, ‘আপনিও তো খুব শান্ত।’ জয়া তখন বলেন, ‘হ্যাঁ, সে জন্যই হয়তো আমি তাকে পছন্দ করেছি।’

বিজ্ঞাপন

বিয়ে প্রসঙ্গে তার ভাষায়, ‘এটা আমি এখনই কিছু বলতে পারছি না। আমার সেটা (বিয়ে) করতে যে খুব তাড়াতাড়ি ইচ্ছা হবে বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা—এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি (বিয়ে নিয়ে)।’

বিজ্ঞাপন

 

বিয়ের প্রস্তুতি নিয়ে জয়ার উত্তর, ‘এটা আসলে তৈরি হওয়ার ব্যাপার নয়। বিয়ে নিয়ে একটা ভীতি আছে, একটা ভয় কাজ করে আমার।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ২০২৫ সালের প্রথমার্ধে ঢাকায় ঈদে মুক্তি পাওয়া ‘তাণ্ডব’ ও ‘উৎসব’ দিয়ে দর্শক মাতানোর পর জুলাই ও আগস্টে কলকাতায় মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত দুটি সিনেমা-‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’।

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD