মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষিকার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:০৪ পিএম, ১৪ই আগস্ট ২০২৫

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে মারা গেছেন মাহফুজা আক্তার (৪৫) নামের আরও এক শিক্ষিকা। এতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মাহফুজার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল।
ডা. শাওন আরও বলেন, মাইলস্টোন দুর্ঘটনায় এ পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষিকাসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে ২৩ জন রোগী ভর্তি রয়েছেন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এসএ/