পুতিনকে মেলানিয়া ট্রাম্পের চিঠি, যা লেখা আছে


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:২৪ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


পুতিনকে মেলানিয়া ট্রাম্পের চিঠি, যা লেখা আছে
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ব্যক্তিগত একটি চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প।


ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে, গত শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প নিজ হাতে ওই চিঠি পুতিনকে পৌঁছে দেন। তবে মেলানিয়া ট্রাম্প নিজে আলাস্কা সফরে ছিলেন না।


আরও পড়ুন: আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর


হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, স্লোভেনীয় বংশোদ্ভূত মেলানিয়ার লেখা চিঠিতে ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। যদিও চিঠির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করা হয়নি। এর আগে এ চিঠি নিয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি।


ইউক্রেন সরকারের অভিযোগ, পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই হাজারো ইউক্রেনীয় শিশুকে অপহরণ করে রাশিয়া বা রুশ-অধিকৃত অঞ্চলে নিয়ে যাওয়া হয়েছে।


আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ দুর্যোগে ২০০ জনের প্রাণহানি


কিয়েভের দাবি, এ ধরনের ঘটনা জাতিসংঘ সনদের আলোকে যুদ্ধাপরাধের শামিল। তবে রাশিয়া বলছে, তারা কেবল যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল শিশুদের নিরাপদে সরিয়ে নিচ্ছে।


জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে লাখ লাখ ইউক্রেনীয় শিশু দুর্ভোগের শিকার হয়েছে এবং তাদের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে।


এদিকে শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। যদিও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।


এএস