আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:০১ পিএম, ১৬ই আগস্ট ২০২৫


আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর
ফাইল ছবি

আফগানিস্তানে তালেবান শাসনের চার বছর পূর্ণ হয়েছে। ২০২১ সালের আগস্টে মার্কিন সেনা প্রত্যাহারের পর কাবুলের সরকার পতন হলে তালেবানরা ক্ষমতা দখল করে। সেই থেকে দেশটি ক্রমেই মানবিক সংকটে নিমজ্জিত হলেও তালেবানরা নানা উপায়ে এ পরিস্থিতিকে নিজেদের সুবিধার্থে ব্যবহার করছে।


এরই মধ্যে রাশিয়া গত জুলাইয়ে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে, আর জার্মানিসহ কয়েকটি দেশ কার্যত কাবুল প্রশাসনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। চীনও অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। যদিও বেইজিং আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি, তবে ২০২৪ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট শি জিনপিং তালেবান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছেন।


আরও পড়ুন: পুতিনকে মেলানিয়া ট্রাম্পের চিঠি, যা লেখা আছে


অন্যদিকে ২০২১ সালের পর থেকে জার্মানি দুই দফা প্রত্যাবাসন ফ্লাইটে মোট ১০৯ জন আফগান নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে, যাদের অর্ধেকের বেশি অপরাধমূলক কর্মকাণ্ডে দোষী সাব্যস্ত ছিলেন। মানবাধিকার সংস্থাগুলো এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।


তবে জাতিসংঘের তথ্য বলছে, আফগানিস্তানের প্রতিবেশী ইরান ও পাকিস্তান থেকে গত সাত মাসে ২১ লাখেরও বেশি মানুষকে ফেরত পাঠানো হয়েছে।


সাবেক আফগান কূটনীতিক শুকরিয়া বরকজাইয়ের মতে, তালেবানরা ক্ষমতা পাকাপোক্ত করতে নারীদের ওপর নতুন নতুন বিধিনিষেধ চাপিয়ে দিচ্ছে এবং শাসনের বৈধতা প্রতিষ্ঠায় তাদের ব্যবহার করছে।


আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ দুর্যোগে ২০০ জনের প্রাণহানি


মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতিশীল। ইউরোপীয় কমিশনের হিসাবে, দারিদ্র্যের কারণে দেশটির প্রায় ২ কোটি ৩০ লাখ মানুষ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল, যা জনসংখ্যার প্রায় অর্ধেক। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, প্রতি চারজনের একজন আফগান খাদ্য নিরাপত্তাহীনতায় এবং প্রতি তিনজন শিশুর একজন অপুষ্টিতে ভুগছে।


সম্প্রতি যুক্তরাষ্ট্র ইউএসএআইডি বন্ধ করে দেওয়ায় চিকিৎসা সঙ্কট আরও তীব্র হয়েছে, বন্ধ হয়ে গেছে ৪২০টি ক্লিনিক এবং প্রায় ৩০ লাখ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত।


এএস