যুক্তরাষ্ট্র বাতিল করল ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২:২৫ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


যুক্তরাষ্ট্র বাতিল করল ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে বৈঠক বাতিল করেছে। ২৫-২৯ আগস্ট নয়াদিল্লিতে হওয়ার কথা থাকা এই আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল অংশগ্রহণ করবে না। সূত্র: রয়টার্স, এনডিটিভি প্রফিট।


চলতি মাসের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন। তার দাবি, রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধে ভারতের অনীহার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন শুল্ক কার্যকর হলে কিছু পণ্যের করহার ৫০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যা যুক্তরাষ্ট্রের যেকোনো বাণিজ্য অংশীদারের মধ্যে সর্বোচ্চ।


ওয়াশিংটন-নয়াদিল্লি আলোচনার আগে পাঁচ দফা বৈঠক ব্যর্থ হয়েছে। ভারতীয় পক্ষের দাবি, কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করা এবং রুশ তেল আমদানি বন্ধের বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, শুধুমাত্র রাশিয়ার তেল কেনার জন্য দেশটিকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, অথচ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন এখনো রাশিয়া থেকে পণ্য আমদানি করছে।


আরএক্স/