Logo

এবার এক অনুষ্ঠানে জায়েদ-নিপুণ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
এবার এক অনুষ্ঠানে জায়েদ-নিপুণ
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনো লড়ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ। তারা অপেক্ষায় আছেন আদালতের চূড়া...

বিজ্ঞাপন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে এখনো লড়ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ। তারা অপেক্ষায় আছেন আদালতের চূড়ান্ত রায়ের। তবে সেসব জটিলতা এক পাশে রেখে কাজে ফিরলেন তারা।

এবার এই দুই অভিনয়শিল্পীকে দেখা যাবে বিটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘চায়ের আড্ডা’য়! বাংলাদেশ টেলিভিশনের কন্ট্রোলার নূর আনোয়ার রনজুর পরিকল্পনা ও নুসরাত জান্নাত রুহীর উপস্থাপনায় অনুষ্ঠানটির দুটি পর্বে অংশ নেন এই দুই তারকা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের দুটি পর্বে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচনায় থাকা জায়েদ খান ও নিপুণ আক্তারকে দেখা যাবে। অনুষ্ঠানের দুটি পর্বের একটিতে অংশ নেন জায়েদ খান ও অন্য আরেকটিতে অংশ নেন নিপুণ। দুজনেই খোলামেলা ও প্রাণবন্ত এবং ব্যক্তিজীবনের নানা অজানা কথা জানিয়েছেন।

অনুষ্ঠানে আড্ডা আর খেলার ছলে জায়েদ ও নিপুণ দুজনেই দর্শকের সামনে আসেন নতুন পরিচয়ে। অনুষ্ঠানটি প্রযোজনায় রয়েছেন শাহজালাল সরদার শিমুল। ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে জায়েদ খানের পর্বটি প্রচার হবে ৩০ এপ্রিল এবং নিপুণের পর্বটি ৭ মে রাত ১১টায়।

ওআ/

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD