অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৮ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
ছবি: সংগৃৃহীত

ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমাদান বাংলাদেশের জনগণকে তার দেশের মানুষের প্রতি অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


রবিবার (১৭ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এ কৃতজ্ঞতা জানান তিনি।


গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সেখানে কোনো খাদ্য নেই, কোনো ওষুধ নেই। এ সমস্যায় শিশুরাই সবচেয়ে বেশি ভুক্তভোগী।


আরও পড়ুন: রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সম্মেলন বড় সম্ভাবনা: ড. খলিলুর রহমান


তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার ফিলিস্তিনের পাশে রয়েছে। অনেক বাংলাদেশি খাদ্য ও ওষুধের জন্য অর্থ ক্রমাগত পাঠাচ্ছেন। আমাদের জনগণ জানে এই সহায়তা বাংলাদেশ থেকে আসছে। আমরা সত্যিই কৃতজ্ঞ।


রাষ্ট্রদূত রামাদান ‘গ্রেটার ইসরায়েল’ মানচিত্র প্রকাশের ঘোষণার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সঙ্গে একযোগে অবস্থান নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বাংলাদেশের প্রতি ফিলিস্তিনি পণ্যের আমদানি বাড়ানোর জন্য অনুরোধ জানান।


বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত তার সফলতা কামনা করেন।


আরও পড়ুন: ৭৭১২ কোটি টাকায় ১১ প্রকল্প অনুমোদন পেল একনেকে


প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সংহতি পুনর্ব্যক্ত করে বলেন, আমাদের জনগণ আপনার সঙ্গে আছে। সরকার তাদের সমর্থন অব্যাহত রাখবে।


তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী দিনে আরও অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং শেষ পর্যন্ত একটি কার্যকর দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়িত হবে।


এমএল/