রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সম্মেলন বড় সম্ভাবনা: ড. খলিলুর রহমান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৯ পিএম, ১৭ই আগস্ট ২০২৫


রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সম্মেলন বড় সম্ভাবনা: ড. খলিলুর রহমান
ফাইল ছবি

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধানের পথ খুঁজতে কক্সবাজারে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সম্মেলন একটি বড় সুযোগ হয়ে উঠতে পারে।


রোববার (১৭ আগস্ট) ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি বলেন, জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর একটি বৃহত্তর আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক বৈঠক হবে।


আরও পড়ুন: ৭৭১২ কোটি টাকায় ১১ প্রকল্প অনুমোদন পেল একনেকে


ড. রহমান জানান, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক এজেন্ডা থেকে প্রায় হারিয়ে যাচ্ছিল। তবে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ নতুন করে এই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। ইতোমধ্যে বিশ্বের ১০৬টি দেশ আসন্ন সম্মেলনকে সমর্থন জানিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অবস্থানের প্রতিফলন।


তিনি আরও বলেন, এই সম্মেলনের অন্যতম লক্ষ্য হচ্ছে রোহিঙ্গাদের কণ্ঠস্বর, তাদের আশা-আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের স্বপ্নগুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরা। যেহেতু রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়, তাই তাদের পক্ষে বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে এবং সমাধানের প্রক্রিয়ায় অগ্রণী ভূমিকা রাখছে।


আরও পড়ুন: রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা


ব্রিফিংয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


এএস