৭৭১২ কোটি টাকায় ১১ প্রকল্প অনুমোদন পেল একনেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫:৩০ পিএম, ১৭ই আগস্ট ২০২৫

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৭৭১২ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্প অনুমোদন দিয়েছে। এর মধ্যে প্রকল্প ঋণ ২৪২৮ কোটি টাকা এবং বাকি অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় হবে।
রোববার (১৭ আগস্ট) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।
আরও পড়ুন: রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা
পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, অনুমোদিত প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, তিনটি সংশোধিত এবং ব্যয় না বাড়িয়ে মেয়াদ বৃদ্ধির তিনটি প্রকল্প অন্তর্ভুক্ত। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গৃহায়ন, বিদ্যুৎ, টেলিযোগাযোগ ও স্থানীয় সরকার খাতের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো এতে স্থান পেয়েছে।
উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন, মেডিকেল কলেজগুলোতে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নির্মাণ, ঢাকার আজিমপুর সরকারি কলোনিতে বহুতল আবাসিক ভবন, উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণ এবং বান্দরবান পৌরসভা এলাকায় নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়ন।
আরও পড়ুন: রিকশাচালককে কীসের ভিত্তিতে আটক, ওসির কাছে ব্যাখ্যা তলব
সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।
এছাড়া পরিকল্পনা উপদেষ্টার ক্ষমতাবলে পূর্বেই অনুমোদন পাওয়া হাতিয়া, নিঝুম ও কুতুবদিয়া দ্বীপ বিদ্যুতায়ন, সড়ক উন্নয়ন, প্রি-পেইড মিটার স্থাপন, তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিসহ ৯টি প্রকল্পের অগ্রগতির তথ্যও সভায় উপস্থাপন করা হয়।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

"বিদেশে ৪০ হাজার কোটি টাকার 'গোপন ধনভাণ্ডার' উন্মোচন করলো সিআইসি"

অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত

রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সম্মেলন বড় সম্ভাবনা: ড. খলিলুর রহমান

রাষ্ট্রপতির ছবি সরানো প্রসঙ্গে যা বললেন পরিবেশ উপদেষ্টা
