সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ০৪:৪২ পিএম, ১৮ই আগস্ট ২০২৫

র্যাবের সাবেক ভ্রাম্যমাণ আদালতের আলোচিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের মো. সারওয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সারওয়ার আলম সর্বশেষ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত ছিলেন।
এর আগে গত বছরের ১৩ আগস্ট এক ফেসবুক পোস্টে উপসচিব পদে পদোন্নতি পাওয়ার খবর জানান তিনি। ওই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ্। সকল প্রশংসা মহান আল্লাহর যিনি সর্বোত্তম ফয়সালাকারী। তিনবার বঞ্চিত হওয়ার পর আজ উপসচিব পদে পদোন্নতি পেলাম।’
প্রশাসনে অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় একাধিকবার বিভিন্ন বিতর্কের মুখে পড়েন সারওয়ার আলম। ২০২১ সালের ৭ মার্চ ৩৩৭ জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতির তালিকায় রাখা হলেও সেখানে নাম ছিল না সারওয়ার আলমের। পরে ৩০ জুন তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তাকে কৈফিয়ত দিতে বলা হয়।
আরএক্স/