কুয়েতে মদ কাণ্ডে বাংলাদেশির সম্পৃক্ততা নেই: দূতাবাস


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:৩৪ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


কুয়েতে মদ কাণ্ডে বাংলাদেশির সম্পৃক্ততা নেই: দূতাবাস
ছবি: সংগৃহীত

কুয়েতে বিষাক্ত মদ তৈরি ও বিতরণের অভিযোগে সম্প্রতি দ্য টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বাংলাদেশির নাম জড়ানোর বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

১৭ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এই অপরাধচক্রের মূলহোতা একজন বাংলাদেশি নাগরিক। তবে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, প্রতিবেদনে উল্লিখিত নাম ‘ডেলোরা বারকাশ দারাজি’ কোনোভাবেই বাংলাদেশি নামের ধাঁচের নয়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিকভাবে কুয়েতি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়।


ওয়াফরা থানায় গিয়ে আহমাদি জেলা তদন্ত অফিসের প্রধানের সঙ্গে আলোচনার পর নিশ্চিত হওয়া যায়, গ্রেফতার হওয়া ৬৭ জনের মধ্যে কেউই বাংলাদেশি নন। এমনকি মৃত বা আহতদের মধ্যেও কোনো বাংলাদেশি নাগরিক ছিল না।

দূতাবাস জানায়, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই প্রতিবেদনে বাংলাদেশিকে মূলহোতা হিসেবে উল্লেখ করা দায়িত্বজ্ঞানহীন কাজ। এ ধরনের ভুল তথ্য শুধু প্রবাসী বাংলাদেশিদের সুনাম ক্ষুণ্ন করে না, বরং বিদেশিদের মধ্যে বিভ্রান্তি ও নেতিবাচক মনোভাবও সৃষ্টি করতে পারে।


এদিকে, কুয়েতের দ্য টাইমস কর্তৃপক্ষ পরে স্বীকার করেছে যে তাদের প্রতিবেদনটি প্রাথমিক তথ্যের ওপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল। তবে দূতাবাস ও কুয়েতি প্রশাসনের অফিসিয়াল নিশ্চয়তার পর বিষয়টি স্পষ্ট হয়েছে যে, বিষাক্ত মদের ঘটনায় কোনো বাংলাদেশি নাগরিক জড়িত ছিলেন না।

উল্লেখ্য, সম্প্রতি কুয়েতে মদপানে ২৩ জনের মৃত্যু হয় এবং দেশটির আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ৬৭ জনকে আটক করে। নেপালি নাগরিক ভুবন লাল তামাং, ভারতীয় বিশাল ধানয়াল চৌহান ও নেপালি নারায়ণ প্রসাদ ভশ্যাল এই চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে তদন্তে উঠে এসেছে। এ ছাড়া মূলহোতা হিসেবে চিহ্নিত করা হয় ডেলোরা প্রকাশ দরাজীকে।

এএস