সমকামিতায় জড়িয়ে বন্ধুকে খুন, র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবক


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫:২৫ পিএম, ১৮ই আগস্ট ২০২৫


সমকামিতায় জড়িয়ে বন্ধুকে খুন, র‌্যাবের হাতে গ্রেপ্তার যুবক
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বিল থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দি মরদেহের রহস্য উদঘাটন করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় জহুরুল মুন্সী ওরফে সুলতান জহির (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) মোহাম্মদ কামরুজ্জামান।


আরও পড়ুন: বিমানের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা


র‌্যাব জানায়, নিহত মো. রেদুয়ান (২৮) ও আসামি জহিরের মধ্যে আগে সমকামিতার সম্পর্ক ছিল। পরে জহির এ সম্পর্ক থেকে সরে আসতে চাইলে রেদুয়ান তাকে পুনরায় বাধ্য করার চেষ্টা করেন। গত ১৩ আগস্ট বিকেলে এ নিয়ে বিরোধের জেরে নিজ বাড়িতেই চাকু দিয়ে রেদুয়ানকে হত্যা করে জহির। পরে মরদেহ বস্তাবন্দি করে পাশের বিলে ফেলে দেন তিনি।


পরদিন মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে জহির বস্তার সঙ্গে জিআই তার দিয়ে আরও দুটি বালুর বস্তা বেঁধে পুনরায় মরদেহটি বিলে ফেলে দেন। ১৭ আগস্ট দুপুরে স্থানীয়রা পানিতে ভেসে থাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহতের মা রাবেয়া বেগম মরদেহ শনাক্ত করেন এবং ভাঙ্গা থানায় হত্যা মামলা (নং-১৬) দায়ের করেন।


আরও পড়ুন: বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহে রেকর্ড


গ্রেপ্তার অভিযানে জহিরের বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত চাকু, রক্তমাখা জামাকাপড়, মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যে মাদারীপুরের শিবচর থেকে নিহতের মোটরসাইকেলটিও উদ্ধার করে র‌্যাব।


জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জহির হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব। তাকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।


এএস