Logo

বিমানের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৫, ০২:৩৮
38Shares
বিমানের ইতিহাসে সর্বোচ্চ মুনাফা
ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার ৫৫ বছরে সবচেয়ে বড় আর্থিক সাফল্য অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠার ৫৫ বছরে সবচেয়ে বড় আর্থিক সাফল্য অর্জন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রীয় এই সংস্থাটি ৯৩৭ কোটি টাকা মুনাফা করেছে, যা প্রতিষ্ঠালগ্ন থেকে এক বছরে সর্বোচ্চ।

সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, দক্ষ সম্পদ ব্যবস্থাপনা, কার্যকর কৌশল গ্রহণ এবং যাত্রীসেবার ধারাবাহিক উন্নয়ন এই সাফল্যের মূল কারণ। একই সঙ্গে যাত্রী ও গ্রাহকদের আস্থা ও সমর্থনও এই রেকর্ড মুনাফায় বড় ভূমিকা রেখেছে বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরে বিমানের মোট আয় হয়েছে ১১ হাজার ৬৩১ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য। গত বছর বিমান প্রথমবারের মতো ১০ হাজার কোটির বেশি আয়ের রেকর্ড গড়ে। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর বিমান ২৬টি বছরে লাভ করেছে, আর ২০০৭ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর থেকে এখন পর্যন্ত মোট ৫৮৯ কোটি টাকা পুঞ্জীভূত মুনাফা অর্জন করেছে।

বর্তমানে বিমানের বহরে রয়েছে ২১টি উড়োজাহাজ, যার মধ্যে ১৯টি নিজস্ব। বহরে যুক্ত রয়েছে অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ ড্রিমলাইনার। নিজস্ব বহর রক্ষণাবেক্ষণ সক্ষমতা থাকায় ব্যয় সাশ্রয় ও আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২৪-২৫ অর্থবছরে বিমান পরিবহন করেছে ৩.৪ মিলিয়ন যাত্রী ও ৪৩ হাজার ৯১৮ টন কার্গো। কেবিন ফ্যাক্টর বেড়ে দাঁড়িয়েছে ৮২ শতাংশে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে বিমানের ইতিহাসে সর্বোচ্চ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে। দ্রুত লাগেজ সরবরাহ, উন্নত ইন-ফ্লাইট সেবা ও বিমানবন্দর প্রক্রিয়ার আধুনিকায়ন যাত্রী সন্তুষ্টি বাড়িয়েছে।

ভবিষ্যতে নতুন আন্তর্জাতিক রুট চালু, কার্গো সেবা শক্তিশালীকরণ এবং যাত্রীসেবায় ডিজিটাল রূপান্তর আনতে কাজ করছে বিমান। লক্ষ্য হলো বিশ্বমানের সেবা ও নিরাপত্তা বজায় রেখে দক্ষিণ এশিয়ার শীর্ষ এয়ারলাইনসে পরিণত হওয়া।

বিজ্ঞাপন

এএস

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD