৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৫৮ এএম, ১৯শে আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে অভিবাসন নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে দেশটিতে অধ্যয়নরত ৬ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। বিষয়টি প্রথম প্রকাশ করে ফক্স ডিজিটাল এবং পরে রয়টার্স এ খবর নিশ্চিত করে।
প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ভিসা ইস্যুতে কড়াকড়ি আরোপ করছে ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, বিদেশি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টও পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: পাকিস্তানে বর্ষাকালীন তাণ্ডব: নিহত ৬৭০, নিখোঁজ ২০০
ভিসা বাতিলের কারণগুলোর মধ্যে রয়েছে আইন ভঙ্গ, ভিসার মেয়াদোত্তীর্ণ এবং সন্ত্রাসবাদে সম্পৃক্ততা। এর মধ্যে প্রায় ৪ হাজার শিক্ষার্থীর ভিসা আইন ভঙ্গের অভিযোগে বাতিল হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ৩বি ধারা অনুযায়ী ২০০ থেকে ৩০০ ভিসা বাতিল করা হয়েছে, যেখানে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে মানবজীবনের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।
চলতি বছর বিভিন্ন দেশের দূতাবাসকে শিক্ষার্থী ভিসা আবেদনকারীদের বিস্তারিতভাবে যাচাই করার নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বা যুক্তরাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তাদের আবেদন কঠোরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
মে মাসে কংগ্রেসে দেওয়া বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, জানুয়ারি থেকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। যারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাদের ভিসা বাতিলের প্রক্রিয়া অব্যাহত থাকবে।
তবে এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ডেমোক্র্যাটরা। তাদের মতে, এটি বিদেশি শিক্ষার্থীদের মৌলিক ও আইনি অধিকার হরণের সামিল।
এএস