২০২৬ সালের যে দিন থেকে শুরু হতে পারে রমজান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮:১১ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

পবিত্র রমজান মাস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রতি বছরই এ মাসের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন বিশ্বের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলিম। জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের রমজান শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি থেকে।
সোমবার (১৮ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, আরব বিশ্বের বেশিরভাগ দেশে এর আগের সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে চাঁদ দেখার পর।
আরও পড়ুন: ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইসলামিক ক্যালেন্ডার চন্দ্রচক্রের ওপর ভিত্তি করে তৈরি। সাধারণত শাবান মাসের ২৯তম দিনে রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হয়। প্রতিটি দেশের চাঁদ দেখা কমিটি বা ধর্মবিষয়ক সংস্থা আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর ঘোষণা দিয়ে থাকে।
চন্দ্র মাস সৌর মাসের তুলনায় ছোট হওয়ায় প্রতিবছর আরবি মাসগুলো ইংরেজি ক্যালেন্ডারের হিসাবে ১০ থেকে ১১ দিন পিছিয়ে যায়। এ কারণে বিভিন্ন সময়ে শীত, গ্রীষ্ম কিংবা বর্ষার মতো ভিন্ন ঋতুতেও রোজার মাসের ছোঁয়া পাওয়া যায়।
এএস