ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭:৫৯ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তায় সহায়তা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তায় যুক্তরাষ্ট্র ভূমিকা রাখবে। তবে তিনি স্পষ্ট করেছেন, এ নিশ্চয়তার মূল দায়িত্ব নেবে ইউরোপীয় দেশগুলো, আর যুক্তরাষ্ট্র থাকবে ‘সমন্বয়কারীর’ ভূমিকায়।


বিবিসির প্রতিবেদন অনুযায়ী, সোমবার অনুষ্ঠিত বৈঠকের পর ট্রাম্প বলেন, ইউরোপ ইউক্রেনকে সুরক্ষা দেওয়ার উদ্যোগ নেবে এবং যুক্তরাষ্ট্র তাদের সেই প্রচেষ্টায় সহযোগিতা করবে। তবে কী ধরনের নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হবে এবং তা কতটা কার্যকর হবে, তা এখনো নির্দিষ্ট নয়।


আরও পড়ুন: ইরানে স্বামীর মৃত্যুদণ্ড জনসম্মুখে, স্ত্রীর দণ্ড হবে কারাগারে


এদিকে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সিএনএনকে জানান, রাশিয়া নাকি ন্যাটোর অনুচ্ছেদ–৫-এর মতো নিরাপত্তা নিশ্চয়তায় সম্মত হয়েছে।


যদিও ট্রাম্প জানিয়েছেন, সোমবারের বৈঠকে এ বিষয়টি আলোচনায় আসেনি। ন্যাটোর ওই ধারায় বলা আছে- এক সদস্য রাষ্ট্রের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ।


আরও পড়ুন: আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প


অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, আগামী ১০ দিনের মধ্যেই নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে লিখিত সমঝোতা চূড়ান্ত হবে। এই চুক্তির অংশ হিসেবে ইউক্রেন প্রায় ৯০ বিলিয়ন ডলারের মার্কিন অস্ত্র ক্রয় করছে।


এএস