আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:২০ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


আফগানিস্তানে আঘাত হেনেছে ভূমিকম্প
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) হিন্দুকুশ অঞ্চলে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর রয়টার্স।


জিএফজেড জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮৬ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর মাত্রা ৫ দশমিক ২ নির্ধারণ করা হলেও পরবর্তী যাচাই-বাছাই শেষে পরিবর্তন হতে পারে।


আরও পড়ুন: আমরা আর মৃত্যু চাই না: সাংবাদিক নুফালের বোন


তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জিএফজেডসহ আন্তর্জাতিক সংস্থাগুলো। তারা জানায়, উৎপত্তিস্থল, ভূগর্ভস্থ স্থানচ্যুতি ও ভূমিকম্পের প্রভাব সবদিক থেকেই বিশ্লেষণ করা হচ্ছে।


এর আগে, গত ১০ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলের কাছে বালিকেসির প্রদেশে রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাব আশপাশের একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন: ২০২৪ সালে বিশ্বজুড়ে নিহত ৩৮৩ ত্রাণকর্মী


সম্প্রতি রাশিয়া, জাপান, ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রেও শক্তিশালী ভূমিকম্প ও সুনামি আঘাত হেনেছে। যদিও পূর্বপ্রস্তুতির কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। তবে বিশ্বব্যাপী ঘনঘন ভূমিকম্পে বাংলাদেশসহ ঝুঁকিপ্রবণ দেশগুলোতে উদ্বেগ বাড়ছে।


এএস