২০২৪ সালে বিশ্বজুড়ে নিহত ৩৮৩ ত্রাণকর্মী


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩:৫৭ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


২০২৪ সালে বিশ্বজুড়ে নিহত ৩৮৩ ত্রাণকর্মী
ছবি: সংগৃহীত

২০২৪ সালে সারা বিশ্বে ৩৮৩ জন ত্রাণকর্মী (এইড ওয়ার্কার) সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ ১৮০ জনেরও বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) এই তথ্য প্রকাশ করে।


২০২৩ সালে নিহত ত্রাণকর্মীর সংখ্যা ছিল ২৯৩ জন, যা এক বছরের ব্যবধানে প্রায় একশ’ বেড়েছে। ওসিএইচএ’র ডেটাবেস অনুযায়ী, ২০২৫ সালের প্রথম সাত মাসেই ঘটে গেছে ২৪৫টি বড় ধরনের হামলা। এসব ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬৫ জন ত্রাণকর্মী।


আরও পড়ুন: পরকীয়ার জেরে স্ত্রীর উপর নৃশংস হামলা, কান ছিঁড়ে নিলেন স্বামী


সবচেয়ে ভয়াবহ হামলাটি ঘটে ২০২৪ সালের ২৩ মার্চ, যখন গাজার রাফাহ শহরে ভোরবেলা ইসরায়েলি বাহিনীর এলোপাতাড়ি গুলিতে গাড়িতে থাকা স্বাস্থ্যকর্মী ও জরুরি পরিষেবা কর্মীরা নিহত হন।


ওসিএইচএ’র তথ্যমতে, ২০২৪ সালে ২১টি দেশে ত্রাণকর্মীদের ওপর সহিংসতা বেড়েছে এবং বহু ক্ষেত্রে এ হামলার সঙ্গে সরকারপক্ষের বিভিন্ন অংশ জড়িত ছিল।


আরও পড়ুন: দুবাইয়ে আত্মপ্রকাশ করলো প্রথম এআই কন্যা ‘লতিফা’


জাতিসংঘের মানবিক কার্যক্রম বিষয়ক কার্যালয়ের প্রধান টম ফ্লেচার বলেন, “এই রেকর্ড সংখ্যক হত্যাকাণ্ড কেবল একটি পরিসংখ্যান নয়, বরং বিশ্ববাসীকে জাগ্রত করার বার্তা। জবাবদিহিতার অভাব ও আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তাই এমন সহিংসতা বাড়াচ্ছে।”


তিনি আরও বলেন, মানবতার পক্ষে কাজ করার এখনই সময়। ক্ষমতাসীনদের প্রতি আহ্বান- তারা যেন ত্রাণকর্মী ও সাধারণ নাগরিকদের সুরক্ষায় এগিয়ে আসেন এবং দোষীদের বিচারের মুখোমুখি করেন।


এএস