পুতিন-জেলেনস্কি বৈঠক আয়োজনের উদ্যোগে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:১৩ পিএম, ১৯শে আগস্ট ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক আয়োজনের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বৈঠকের স্থান নির্ধারণে কাজ চলছে এবং এতে তিনজনই উপস্থিত থাকবেন।
সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে ইউক্রেনসহ ইউরোপের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প প্রায় ৪০ মিনিট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বৈঠক আয়োজনের বিষয়টি নিশ্চিত করেন। এ খবর প্রকাশ করেছে বিবিসি।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল
ট্রাম্প জানান, বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশও এই প্রক্রিয়ায় অংশ নেবে।
এর আগে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি আবশ্যক নয়। তার মতে, কৌশলগত কারণে কোনো একটি দেশ যুদ্ধবিরতিতে রাজি নাও হতে পারে, তবুও শান্তির পথ খোঁজা সম্ভব।
আরও পড়ুন: ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
এর আগে গত শুক্রবার আলাস্কায় প্রায় তিন ঘণ্টা পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠক শেষে তিনি জানান, শান্তি আলোচনায় অগ্রগতি হলেও চূড়ান্ত সমাধান আসেনি। সে সময় পুতিন নিজের অবস্থান তুলে ধরে বলেছিলেন, রাশিয়ার দখলকৃত কিছু এলাকা ইউক্রেন ছেড়ে দিলে যুদ্ধের ইতি টানা সম্ভব।
এএস