গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:০৬ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়াল
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণহানি ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। সবশেষ হামলায় আরও ৬০ ফিলিস্তিনি নিহত হওয়ার পর নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজারেরও বেশি। সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।


প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬২ হাজার ৪ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ৬০ জন এবং আহত হয়েছেন ৩৪৪ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩০ জনে।


আরও পড়ুন: ৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র


এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টি ও অনাহারে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে, যার মধ্যে দুই শিশু রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত দুর্ভিক্ষজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৩ জনে, এর মধ্যে ১১২ জন শিশু।


মন্ত্রণালয় জানিয়েছে, বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না। ফলে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।


আরও পড়ুন: রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই


অতিরিক্তভাবে, গত ২৭ মে থেকে জরুরি খাদ্য ও সরবরাহ পৌঁছে দেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় ১ হাজার ৯৬৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪ হাজার ৭০১ জন।


এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে ইসরায়েল।


আরও পড়ুন: পাকিস্তানে বর্ষাকালীন তাণ্ডব: নিহত ৬৭০, নিখোঁজ ২০০


তবুও গাজায় দমন-নিপীড়ন অব্যাহত থাকায় বিশ্বব্যাপী তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়ছে।


এএস