জুলাই শহিদ পরিবারের বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ নজরুল


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:৩৫ পিএম, ১৯শে আগস্ট ২০২৫


জুলাই শহিদ পরিবারের বিক্ষোভ নিয়ে প্রতিক্রিয়া জানালেন আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

জুলাই হত্যাকাণ্ড মামলার আসামিদের জামিন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শহিদ পরিবারের সদস্য ও আহতরা। এ ঘটনায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন তারা।


এ দাবির প্রেক্ষিতে বিকেল সাড়ে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান ড. আসিফ নজরুল।


আরও পড়ুন: শীঘ্রই পুনরায় চালু হচ্ছে অনলাইন জিডি সেবা: পুলিশ সদর দপ্তর


তিনি লেখেন, জুলাই হত্যাকাণ্ডে শহিদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর এক সদস্যকে জামিন দিয়েছে। এতে পরিবারগুলোর ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। তবে এই জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।


তিনি আরও উল্লেখ করেন, হাইকোর্ট দেশের উচ্চ আদালত এবং এটি আইন মন্ত্রণালয়ের অধীনে নয়। তাই জামিন বা অন্য কোনো সিদ্ধান্তের সঙ্গে আইন মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই।


আরও পড়ুন: এনবিআরের ৪১ কর্মকর্তার একসঙ্গে বদলি


ড. নজরুল জানান, অ্যাটর্নি জেনারেলের অফিস ইতোমধ্যেই ওই জামিনের বিরুদ্ধে আপিল করেছে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। জামিন বাতিল হলে পুলিশ আসামিকে পুনরায় গ্রেপ্তার করবে।


এর আগে শহিদ পরিবার জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের সামনে অবস্থান নিলে বিক্ষুব্ধদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে আসামিদের জামিন দেওয়া হচ্ছে এবং সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।


আরও পড়ুন: ময়মনসিংহে মাসকান্দা বাস কাউন্টার ভাঙচুর, বাস চলাচল বন্ধ


শহিদ শেখ শাহরিয়ারের বাবা আবদুল মতিন বলেন, “এক বছর ধরে আমরা বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরছি। আইন মন্ত্রণালয়ের আশ্রয় নিয়েও আমাদের সঙ্গে প্রহসন করা হচ্ছে।”

আহত আমিনুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, “আবার যদি রাস্তায় নামতে হয়, পরিণতি ভালো হবে না।”


এএস