যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৯ পিএম, ২০শে আগস্ট ২০২৫

যেকোনো পরিস্থিতিতেই এবং যতোই চ্যালেঞ্জিং হোক না কেন, একটি সুস্থ ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২০ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে ‘যৌথ ঘোষণাপত্র’ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ব্রিটিশ চিকিৎসকদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা বলেন, “স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আজ আমরা সবাই একত্রিত হয়েছি। জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ প্রয়োজন। দক্ষ ও কর্মক্ষম মানবসম্পদ গড়ে তুলতে না পারলে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র—কোনো ক্ষেত্রেই কাঙ্খিত উন্নয়ন সম্ভব হবে না।”
তিনি বলেন, পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগের বিস্তার বাড়ছে। বাংলাদেশের আর্থ-সামাজিক ও ভৌগোলিক অবস্থান, এবং সীমিত পরিসরে বিপুল জনগোষ্ঠীর বসবাসের কারণে পরিস্থিতি আরও জটিল। তাই এটি এখন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি, যা শুধু স্বাস্থ্য খাতই নয়, সামগ্রিক অর্থনীতি, সামাজিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ২০২২ সালের প্রতিবেদন তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটে এবং এর মধ্যে ৫১ শতাংশের মৃত্যু হয় ৭০ বছরের নিচে, যা অকাল মৃত্যু হিসেবে বিবেচিত।
তিনি আরও বলেন, “আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয়ের ৬৯ শতাংশই অসংক্রামক রোগের চিকিৎসায় ব্যয় হয়। অনেক ক্ষেত্রে রোগীর পরিবার আর্থিকভাবে নিঃশেষ হয়ে যায় এবং বিদেশে চিকিৎসা করাতে গিয়ে বিপুল অর্থ খরচ হয়।”
আরও পড়ুন: ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার
অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও প্রতিরোধমূলক উদ্যোগ বাড়ানোর ওপর জোর দিয়ে ড. ইউনূস বলেন, “এই দায়িত্ব শুধু স্বাস্থ্যসেবা বিভাগের একার নয়। খাদ্য, কৃষি, শিক্ষা, ক্রীড়া, স্থানীয় সরকার, গণপূর্তসহ প্রতিটি মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা দরকার।”
তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে। এখন এসব উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজন দ্রুত পদক্ষেপ ও সমন্বিত প্রয়োগ।
শেষে প্রধান উপদেষ্টা সব মন্ত্রণালয়কে যৌথ উদ্যোগ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, যাতে একটি সুস্থ, সবল ও কর্মক্ষম ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা যায়।
আরএক্স/