পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট পেশ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২:২৬ পিএম, ২০শে আগস্ট ২০২৫


পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট পেশ
দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিচ্ছে।

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি তাদের দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে।


বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিটির আহ্বায়ক ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান প্রতিবেদন পেশ করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া।


আরও পড়ুন: জুলাইয়ে সড়ক-নৌ-রেল দুর্ঘটনায় ঝরেছে ৪১৮ প্রান


কমিটি ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে বঞ্চনার শিকার এবং উল্লিখিত সময়কালে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করেছে। দ্বিতীয় ধাপে প্রশাসন ক্যাডার ব্যতিরেকে অন্যান্য ক্যাডারের ৩য় গ্রেড বা তদূর্ধ্ব পদে বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে ৩১৮টি আবেদন জমা পড়ে। তবে ৬৮টি আবেদন কমিটির আওতাবহির্ভূত এবং ৪০টি অসম্পূর্ণ হওয়ায় ২১০টি আবেদন যাচাই-বাছাই করা হয়েছে।


কমিটি ১৪টি সভা করে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করেছে। প্রশাসনিক মন্ত্রণালয়ের লিখিত সুপারিশ ও বৈঠকে উপস্থিত প্রতিনিধির মতামত গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।


আরও পড়ুন: ঢাকার বাইরে এখনও মব জাস্টিস হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


পদোন্নতির সুপারিশ অনুযায়ী, গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জনসহ মোট ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে ৩ ধাপ, ১৭ জনকে ২ ধাপ এবং ৫৫ জনকে ১ ধাপ পদোন্নতির সুপারিশ করা হয়েছে।


অন্য ১৩২ জন কর্মকর্তাকে পদোন্নতির জন্য সুপারিশ করা হয়নি এবং প্রত্যেক ক্ষেত্রে তার কারণ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।


আরএক্স/