জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:১০ পিএম, ২০শে আগস্ট ২০২৫


জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া প্রস্তুত
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কর্মপরিকল্পনার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 


সংশ্লিষ্টরা জানিয়েছেন, অনুমোদন পেলেই এ খসড়া প্রকাশ করা হবে। একইসঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে।


আরও পড়ুন: পাসপোর্ট ছাড়াই ভোটার হতে পারবেন প্রবাসীরা


নির্বাচনকে সুষ্ঠু ও স্বচ্ছ করতে কমিশন নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে সংলাপ, সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া, পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা প্রণয়ন, বিভিন্ন ম্যানুয়াল ও নির্দেশিকা তৈরি, পরিচয়পত্র ও পোস্টার মুদ্রণ এবং ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদির ব্যবহার উপযোগীকরণ।


এ ছাড়া নির্বাচনী বাজেট বরাদ্দ, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ এবং রাজনৈতিক দলগুলোর প্রচারণার ধরন নিয়েও নীতিমালা নির্ধারণ করেছে সংস্থাটি।


আরও পড়ুন: পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার নিকট পেশ


প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে ইসি নতুন উদ্যোগ নিয়েছে। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীরাও এবার ভোটার হতে পারবেন। এছাড়া ভুয়া পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


এনআইডি সেবা সহজীকরণ ও প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পদ্ধতি চালুর উদ্যোগও গ্রহণ করেছে কমিশন।


এএস